BCS written Exam Preparation

 বিসিএস লিখিত পরীক্ষার কৌশল

বিসিএস লিখিত পরীক্ষার কৌশল নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথাই বলতে হবে।আমি শুধু সংক্ষেপে যেসব জায়গাতে ভালো করলে ক্যাডার পাওয়া সহজ সেগুলোই আলোচনা করছি।বরাবরের মত আমি আমার অভিজ্ঞতার কথাই শেয়ার করছি.  BCS written Exam Preparation

কেন ব্যাংকার হবেন, কেন নয়?- Bank Job

১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ,মধ্যযুগের বিগত সালের প্রশ্নগুলো নোট করেছি।আধুনিক যুগের জন্য শিকর সাহিত্য সমালোচনা থেকে গল্পের মূলভাব গুলো ৩/৪ লাইনে নিয়ে এসে নোট করেছি।

বিসিএস প্রিলির আগামী ৫০ দিনের প্রস্তুতির কৌশল

২.ব্যাকরণে শুধু বিগত বছরের প্রশ্নগুলো এবং সিলেবাস এর টপিক ধরে হায়াত মাহমুদের বইটা পড়েছি।

ইংরেজী---

ক্যাডার হতে হলে ইংরেজীতে ভালো করাটা জরুরী।এখানে ভালো করার জন্য পরীক্ষার কয়েকদিন আগে ২/৩ টা পেসেজ এসিউরেন্স থেকে প্রাকটিস করেছি।আর নিয়িমিত ডেইলি স্টার এর এডিটরিয়েল আর বিজনেস পাতা পড়েছি।

চাকরির পরীক্ষায় পাটিগণিতের দ্রুত সমাধানের কিছু টেকনিক

Essay / রচনা/ বাংলাদেশ--


রচনার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি,বাংলা রচনা,ইংরেজী রচনা সব একসাথে পড়েছি।কারণ এতে সময় অনেক সেভ হয়ে যায়।ইংরেজী রচনার জন্য কমপক্ষে ১ ঘন্টা ১৫ মিনিট সময় হাতে রেখে লিখেছি।

ব্যাংকার হওয়ার সহজ পাঠ-২ (লিখিত)- Bank Job

ডাটা,চার্ট এগুলো কখনোই মনে থাকে না আমার।তাই সবসময় টু দা পয়েন্ট লিখতাম।ব্যাংকের ফোকাস রাইটিং লেখা প্রাক্টিস থাকাতে এটা সহজ হয়ে যায়।

আর অর্থনৈতিক সমীক্ষা বইটা পড়া আমি মনে করি সবার জন্য অত্যাবশকীয়।ডাটা যা মনে থাকত তাই লিখতাম।অত জোর দিতাম না কখনো ডাটার জন্য।

৪০ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা।- BCS_VIVA

বাংলাদেশ বিষয়াবলি-

এটাতে ভালো করার সুযোগ যেমন বেশি,নাম্বার ও উঠানো যায় বেশি।তাই এটাতে ভালো করার জন্য বিগত বছরের প্রশ্ন + সিলেবাসের টপিক ধরে জাস্ট একবার রিভিশান দিয়েছি।এক্ষেত্রে ও অর্থনৈতিক সমীক্ষার বিকল্প নেই।

ব্যাংকার হওয়ার সহজ পাঠ-১(প্রিলিমিনারি)-Bank Job

টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষায়।সেজন্য প্রতি ৪ নম্বর এর জন্য ৫ মিনিট সময় বরাদ্দ রেখেছি।

গণিত--

নাইন-টেনের টিউশনি আর হাই স্কুলের গণিত,বিজ্ঞানের শিক্ষক হওয়াতে সবচেয়ে কম গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশি নাম্বার এখানেই তোলা সহজ মনে হয়েছে।

BCS written exam preparation guidelines-English


তবে এখানে ও টপিক ধরে নবম-দশম এর উচ্চতর গণিত,সাধারণ গণিত,ইন্টারমিডিয়েট এর বই থেকে সিলেবাস এর অন্তর্ভুক্ত টপিক গুলো পড়তে হবে।

বিজ্ঞান-- 

নবম দশম এর সাধারণ বিজ্ঞান বই থেকে সিলেবাস এর অন্তর্ভুক্ত টপিক পড়েছি।

বিগত বিসিএস এর প্রশ্ন পড়েছি।ওরাকল এর বিজ্ঞান লিখিত বইটা পড়েছি।কম্পিউটার এর জন্য মুজিবুর রহমানের বই থেকে সিলেবাসের টপিক পড়েছি।

৪৪ তম বিসিএস ক্যাডার নির্বাচনে করণীয়

আন্তর্জাতিক --

কন্সেপচুয়াল এর জন্য সিলেবাস ধরে প্রফেসরস আর বেসিক ভিউ পড়েছি।

ইম্পেরিকেল এর জন্য আবদুল হাই,বেসিক ভিউ পড়েছি।ম্যাপ, ডাটা,উক্তি কিছুই দেই নি।জাস্ট প্রশ্নে যা চাওয়া হয়েছে তাই লিখেছি।

Bangladesh Bank Viva Experience

শুভ কামনা সবার জন্য,


মোঃ আবদুর রউফ,

BCS (Tax) Recommended


বিসিএস সর্ম্পকে  যানতে  BCS SPECIAL

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  JOB NOTICE

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  VIVA EXPERIENCE

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION


সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

বিসিএস সহ সকল প্রকার চাকরি পরিক্ষার প্রস্তুতি নিতে আমাদের গ্রুপে জয়েন করুন বিসিএস স্পেশাল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url