৪০ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা।- BCS_VIVA

৪০ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা। লাইফে প্রথম জব এক্সাম এইটাই ছিল।  BCS_VIVA

BCS_VIVA


বোর্ড - ডাঃ উত্তম কুমার সাহা স্যার

তারিখ - ১৫ নভেম্বর,২০২১

সিরিয়াল- ১০/১৭

সাবজেক্ট- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চুয়েট  


বেল শুনে প্রবেশ করলাম। সালাম দেবার পরে বসতে বললেন। ভিতরে প্রবেশ করার পরে দেখলাম স্যার চয়েজ লিস্ট দেখতেসেন।  BCS_VIVA

চেয়ারম্যান স্যার - প্রথম চারটি চয়েজ উল্লেখ করে বললেন এইখানে আপনি কীভাবে জীবনের লক্ষ্য পূরণ করবেন?

আমি - আমি ভেবেছিলাম কেন ক্যাডার সার্ভিসে আসতে চাই। বলা শুরু করার পর তিনি বললেন কীভাবে সেইটা বলেন। তখন সংবিধান অনুসারে বললাম সার জনগণের সেবা করার সুযোগ পাবো৷ স্যার বললেন আচ্ছা।


চেয়ারম্যান স্যার - আচ্ছা আপনার ৪ নম্বর চয়েজ ইকোনমি ক্যাডার। এইটার এখন কী অবস্থা?

44 তম বিসিএস  - পূর্ণাঙ্গ প্রস্তুতি - গাইডলাইন - বুকলিস্ট !!  

আমি- স্যার প্রশাসন ক্যাডারের সাথে মার্জ হয়ে গেসে। 


চেয়ারম্যান স্যার- Hierarchy টা বলুন। BCS_VIVA

আমি - খুবই ব্যাড লাক যে আমি এইটা পড়ি নাই। খুজসিলাম ভাইভার আগে। পাই নাই।পরে বাকিগুলা পড়ে এইটাই পড়ি নাই।  সরি বলসি।


চেয়ারম্যান স্যার - আচ্ছা আপনার রেজাল্ট তো সম্প্রতিই প্রকাশ পেয়েছে। আপনাকে একটু গেড়াকলে ফেলাই।

আমি -............ 


চেয়ারম্যান স্যার - Suppose we three are higher delegates of Pakistan. Can you tell me what kind of difficulties Bangladesh & Pakistan will face in the coming years?

আমি - গণহত্যার স্বীকৃতি, বাণিজ্য কম, টেরোরিসম বললাম। BCS_VIVA

এর পরে এক্সটারনাল স্যার এর কাছে পাঠালেন। 

বিসিএস প্রিলির আগামী ৫০ দিনের প্রস্তুতির কৌশল

এক্সটারনাল ১ - আপনার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। অনেক জায়গায় স্কুলে পড়া লাগছে?

আমি - না স্যার।আমি ক্লাশ এইট পর্যন্ত শরীয়তপুরে পড়েসি পড়ে ৯ এ ঢাকায় চলে এসেছি। 

এক্সটারনাল - আচ্ছা শরীয়তপুরের নাম কার নামানুসারে হয়েছে?

আমি- হাজী শরীয়তউল্লাহ স্যার।

এক্সটারনাল ১- উনি কিসের সাথে জড়িত ছিলেন

আমি- এই প্রশ্নটা খুব ভাল উত্তর দিতে পেরেছিলাম

 বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নির্দেশনা -ইংরেজি

এক্সটারনাল এক - বৃহত্তর ফরিদপুর এর কিছু সাহিত্যিক এর নাম বলেন।  BCS_VIVA

আমি - পল্লীকবি জসীমউদ্দিন এর নাম বললাম।

স্যার- উনার কোন কবিতা আবৃত্তি করুন।

আমি - বললাম যে স্যার কবিতা আমি পড়েছি কিন্তু কখনো আবৃত্তি করা হয় নি। 


স্যার - এরপরে একটা পেইজ নিতে বললেন স্যারের সামনে থিকে। নিয়ে এসে বসলাম। তখন একে একে বিভিন্ন বাংলা শব্দ বললেন। প্রথমে বুঝি নাই। পরে ২-৩ টা লিখার পরে বুঝলাম বানান লিখাচ্ছেন। 😐 ১৫ টা লিখসি প্রায়। 

২-৩ টা ভুল হইসে বাইরে এসে বুঝলাম।পরে সেকেন্ড এক্সটারনাল এর কাছে ট্রান্সফার করলেন।

চাকরির পরীক্ষায় পাটিগণিতের দ্রুত সমাধানের কিছু টেকনিক

স্যার - শেখ হাসিনার দশটা উদ্যোগ সম্পর্কে বলুন।

আমি- কমন প্রশ্ন। ভালো এন্সার দিলাম।

স্যার - কোনটা পূরণের কাছাকাছি আছি।

আমি- বললাম ঘরে ঘরে বিদ্যুৎ এর কথা। শতভাগ কিছু মাসের মাঝে হবো সেইটাই বললাম

স্যার - আমার বাড়ি আমার খামার প্রকল্প সম্পর্কে আস্ক করলেন।

আমি- বললাম ব্যাংক এর আন্ডারে চলে গেসে। পড়ে স্যার এর আপডেটেড নাম জিজ্ঞেসা করলেন। জানা ছিল না। পারি নাই।

বাংলাদেশ ব্যাংক-এ যারা ভাইভা দিতে আসেন তাদের জন্য

স্যার - মুজিববর্ষ এর গানের কথা বললেন। ৪৪ তম বিসিএস ক্যাডার নির্বাচনে করণীয়

আমিন- আন্সার করলাম।  কিন্তু ভুলে গীতিকার এর নাম ভুল বললাম।😐 পুরা ভাইভা আমাকে প্রচুর প্রেশার দিয়েছেন ।তারপরেও পুরাটা টাইম কনফিডেন্ট থাকার ট্রাই করসি। পরে স্যার কাগজপত্র নিয়ে যেতে বললেন। 

যাওয়ার সময় পরের ক্যান্ডিডেট আগেই প্রবেশ করে ফেলায় তাকে শুনলাম ধমক দিচ্ছেন।


ভাইভা নিয়ে খুব দোটানায় ছিলাম এতদিন। তবে আলহামদুলিল্লাহ।  যারা ৪১ বা ভবিষ্যতে ভাইভা দেবেন তারা নিজেদের Analytical Ability এর দিকে একটু নজর দিবেন। ম্যাক্সিমাম বোর্ড এখন এরকম কিছুর দিকে ফোকাস করে বলেই মনে হল। শুভ কামনা সবার জন্য। 


তাসওয়ার তানজামুল হক

সহকারী পুলিশ সুপার ( সুপারিশপ্রাপ্ত)

৪০তম বিসিএস।

বিসিএস সর্ম্পকে  যানতে  BCS SPECIAL

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  JOB NOTICE

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  VIVA EXPERIENCE

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url