Bangladesh Bank Viva Experience
★বাংলাদেশ ব্যাংক-এ যারা ভাইভা দিতে আসেন তাদের জন্য★
Bangladesh Bank Viva Experience
ভাইবা বোর্ডে কম বেশি সবাই টেনশনে থাকে। এরপরে যদি কোনো ডকুমেন্টসে প্রব্লেম থাকে তাহলে টেনশন কিন্তু আরও বেড়ে যায়। তাই নিচের গাইডলাইন গুলো ফলো করলে টেনশনে ফ্রি তে ভাইবা দিতে পারবেন খুব সহজেই😊।
কাল থেকে শুরু হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এর ভাইবা। ভাইভা শুরু হবার কমপক্ষে ১ ঘন্টা পূর্বে উপস্থিত হতে হবে। চেকিং বোর্ড এ অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টস উপস্থাপন করতে হবে..
১. লিখিত আবেদন পত্র অবশ্যই A4 সাইজ পেপারে লিখবেন। আবেদন পত্রে নিজের সিগনেচার দিবেন।
২. প্রবেশ পত্র ফ্রেশ কপি জমা দিবেন। প্রায় দেখা যায় রাফ করা প্রবেশ অনেকে জমা দেয়।
Bank Viva Experience
৩. শিক্ষাগত যোগ্যতার সকল মুল সনদ (সার্টিফিকেট+মার্কশিট) এবং ১ সেট ফটোকপি সত্যায়িত।
৪. যেসব আবেদনের সাথে সাবজেক্ট উল্লেখ করা থাকে (টেকনিক্যাল পোস্ট এর ক্ষেত্রে) সেই সাবজেক্টে পাশ না করে থাকলে সেই সাবজেক্টের সমমানের ডকুমেন্টস ডিপার্টমেন্টর চেয়ারম্যান স্যার কতৃক নিয়ে আসতে হবে।
Bank Viva Experience
৫. নাগরিকত্ব সনদ এবং ১ টি ফটোকপি সত্যায়িত। ( স্ক্যানকপি এবং ২০২১ এর আগের কপি গ্রহনযোগ্য নয়।) মহিলাদের ক্ষেত্রে বিবাহিত হলে husband এর নামে এবং husband এর স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদ লাগবে। তবে বাবার টাও সাথে রাখবেন।
৬. যাদের সার্টিফিকেট এবং মার্কশিটে ফল প্রকাশ এর তারিখ উল্লেখ নাই তাদেরকে controller or register building থেকে ফল প্রকাশ এর তারিখ উল্লেখ করে প্রত্যায়ন পত্র আনতে হবে। Department থেকে নিয়ে আসলে গ্রহনযোগ্য নয়।
৭. কোনো কারণে মুল সনদ হারিয়ে গেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সনদ উত্তোলন করতে ব্যার্থ হলে সংশ্লিষ্ট থানায় জিডি করে জিডির কপি নিয়ে আসতে হবে।
বিঃ দ্রঃ এখন থেকে যে সব লিখিত পরীক্ষার ফলাফল দিবে সেখানে উপরের এই সব বিষয় অবহিত করা হবে। তাই ফলাফল প্রকাশের নোটিশ ভালো করে পড়ে আসবেন।
***স্থগিত পরিক্ষা গুলো মার্চে শুরু হবার সম্ভাবনা প্রবল ***
তাই পড়ার টেবিলের সাথে মিতালী বেঁধে দেন সবাই।😊
সবশেষে সবার জন্য শুভকামনা।।।
মোঃ আলিফ হোসেন
উপপরিচালক
বাংলাদেশ ব্যাংক।