BCS Preliminary Preparation 2022
“বিসিএস প্রিলির আগামী ৫০ দিনের প্রস্তুতির কৌশল”
✅বিগত প্রশ্ন গুলো মাথার মেমরিতে সেট করে ফেলুন। সেটা হোক জব সল্যশন থেকে নতুবা বিষয়ভিত্তিক গাইডের প্রতি অধ্যায়ের পেছন থেকে।
যেগুলো খুব ভালো পারেন সেগুলো না পড়ে যে প্রশ্নের উত্তর গুলো ভুলে যান ওগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করে বার বার পড়ুন। বিগত প্রশ্ন বিশ্লেষণে দেখা যায় ৭০-৮০ টি প্রশ্ন হুবুহু বিগত থেকে চলে আসে। যারা এটাতে ভালো করে তাদের উত্তীর্ণ হওয়ার চান্স ৯০ ভাগ ইনশা-আল্লাহ।
চাকরির পরীক্ষায় পাটিগণিতের দ্রুত সমাধানের কিছু টেকনিক
✅বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক, ইংরেজী, গণিত এ বেশি জোর দিন। এখানেই ১৫০ মার্কস। তাই প্রতিদিন পড়ার তালিকায় এই বিষয়গুলো রাখেন।
বাংলা প্রথম সাহিত্যে কি কি পড়তে হবে সেটা আমার পূর্বের পোস্টে দেয়া আছে। বাংলা ব্যাকরণে পোস্ট হাজির হবে। ইংরেজি লিটারেচারে এর পোস্ট গ্রুপে দেয়া আছে।
ইংরেজি গ্রামার এর পোস্ট শীঘ্রই দেয়া হবে। গণিত আন্তর্জাতিক এর পোস্ট গুলো পেয়ে যাবেন শীঘ্রই।
BCS Preliminary Preparation 2022
✅সাধারণ বিজ্ঞান নিয়ে এত নিয়ে নন সাইন্সের পরীক্ষার্থীরা চিন্তা মুক্ত থাকুন। আপনি যেকোন গাইড থেকে শুধু বিগত প্রশ্ন গুলো দেখবেন।
BCS Preliminary Preparation 2022
আর প্রিসেপ্টার্স ডাইজেস্ট থেকে বিজ্ঞান অংশ টা পড়ে নিবেন। আমার তিনটা প্রিলির অভিজ্ঞতা থেকে বলা।
৪৪ তম বিসিএস ক্যাডার নির্বাচনে করণীয়
✅কম্পিউটার আপাতত বিগত প্রশ্ন গুলো পড়ুন। বাকি গুরুত্বপূর্ণ টপিক গুলো আমি শীঘ্রই গ্রুপে দিয়ে দেব।
.
✅ভূগোল এর জন্য তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় গুলো ভালো করে পড়ে নিবেন। প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের উপর চোখ বুলানো পড়া+বিগত প্রশ্ন গুলো পড়বেন।
.
✅নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এর জন্য আপাতত বিগত প্রশ্ন গুলো ব্যাখা সহ পড়ুন। বাকিটা গ্রুপে খুব দ্রুত দিয়ে দেয়া হবে ইনশা-আল্লাহ।
✍️✍️
আরিফ শাহারিয়ার জয়
৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত