৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

 ৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

প্রার্থী : ইয়াসির আরাফাত দিনার 

বোর্ড: কাজী সালাহউদ্দিন আকবর

তারিখ: ১৭/০১/২০২২

সময়: ৫-৭ মিনিট (আনুমানিক)


ঢুকে সালাম দিয়ে আমার চেয়ারের পাশে দাঁড়ালাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। থ্যাংক ইয়ু দিয়ে বসলাম। 


Chairman: You are Yeasir Arafat I see. Who was Yeasir Arafat?

Myself: Told. 

Chairman: When he died?

Myself: Told.

Chairman: Where he died? 

Myself: Told.

Chairman: Tell about your academic backgrounds, aims & objects.

Myself: I was telling about myself haphazardly and after a minute perhaps chairman sir stopped me. 


Chairman Sir give floor to 1st External

Ext 1: Suppose you are a diplomat. You are representing Bangladesh in UN. Now highlight Rohingya issues and it's problems with solutions in UN.

Myself: This time I also couldn't perform accordingly. I didn't take preparations actually. After a minute maybe, Ext 1 switched to easy questions.

Ext 1: কীর্তনখোলা নদী কোথায় অবস্থিত? বিসিএস ভাইভা অভিজ্ঞতা

আমি: বরিশাল ✌️

Ext 1: সমতট জনপদ কোথায় অবস্থিত?

আমি: কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে স্যার ✌️

Ext1: বাংলাদেশের এমন একটি স্থলবন্দর আছে যার সাথে ভারতের তিনটি রাজ্যের সীমানা সংযুক্ত। বন্দরটির নাম কি?

আমি: বুড়িমারী।

Ext1: হয়নি।

আমি: জানিনা স্যার।  বিসিএস ভাইভা অভিজ্ঞতা

Ext 1: বাংলাদেশের এমন এক রেলস্টেশন আছে যেখান থেকে চারদিকে রেলপথে বিভক্ত হয়ে গেছে। স্টেশন টার নাম বলো।

আমি: কমলাপুর স্যার।

Ext1: হয়নি। 

আমি: জয়দেবপুর বা ভৈরব হতে পারে স্যার।

Ext 1: তাও হয়নি।

আমি: জানিনা স্যার। 😞

Ext 1: কবিতার কয়েক লাইন ছন্দে ছন্দে বললেন। কবিতার শেষ শব্দ ছিল "কলিঙ্গ"। এরপর তিনি কলিঙ্গ যুদ্ধে প্রবেশ করলেন। অশোক কে নিয়ে কিছু একটা বলছিলেন। আমি মনে করতে পারছিলাম না।

(আমি তখন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় আচরণ করছিলাম।)

আমি: মনে নেই স্যার। ভুলে গেছি।

Chairman: Haven't you heard the names of GREAT? Alexander the great, Ashok the great? How many greats were there?

আমি: I have heard the names of great. But I actually don't know how many greats were there. 😵‍💫


Chairman: What are the qualities of a good diplomat? বিসিএস ভাইভা অভিজ্ঞতা

আমি: দুই একটা পয়েন্ট লাইন আকারে ইংরেজিতে বললাম। স্যার সংক্ষেপে শুনতে চাচ্ছিলেন। বারবার বলছিলেন, make it articulate.


Chairman: Diction মানে কি?

আমি: জানতাম না। উনি যা বলছিলো শুধু তাল মিলাচ্ছিলাম কথায়।

Chairman: What are your hobbies?

আমি: Traveling, Nature Photography & Music

Chairman: If we select you as diplomat, which country would you choose to go?

আমি: ইউরোপে যাবো স্যার 🌚

Chairman:  অফিসিয়াল হিসাব বাদ দাও। তোমার মনের কথা বলো। আমাকে বললে যেমন আমি ফ্রান্সে যেতে চাই। প্যারিস আমার ভালো লাগে।

আমি: জার্মানি তে যাবো স্যার।

Chairman: এতগুলো দেশ থাকতে জার্মানি কেন?

আমি: জার্মানি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবস্থিত। শেনজেন চুক্তির আওতায় এই দেশে গেলে আমি একসাথে প্রায় ১৯টা দেশ ঘুরতে পারবো। ঘুরতে আমি পছন্দ করি আর এখানে গেলে আমার সেই শখটাও পূরণ হচ্ছে। 


এছাড়াও গোটা ইউরোপে বিভিন্ন সভ্যতার নিদর্শন রয়েছে যা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আর্কিটেকচার ক্লাসে বিভিন্ন ছবি/ভিডিওতে দেখেছি। সেগুলো আমাকে আকর্ষণ করেছে।

 সবশেষে বলতে হয়, নিজের অনেক বন্ধু বান্ধব ও সিনিয়র ভাই জার্মানিতে থাকে। সেখানে গেলে আমি একটা সার্কেল পাবো, চাকরির পাশাপাশি নিজের হায়ার স্টাডি সম্ভব হবে সেখানে। এগুলোই মূল কারণ স্যার।‌  বিসিএস ভাইভা অভিজ্ঞতা

(স্যার প্রাচীন সভ্যতার কথা বলাতে একটু খুশি হয়েছেন বলে মনে হলো। অন্যগুলোতে তেমন সায় দিলেন না।)

2nd External কে প্রশ্ন করতে দিলেন।


Ext 2: অসমাপ্ত আত্মজীবনী পড়েছো।

আমি: জি স্যার।

Chairman: একটু মজা করতে চেষ্টা করলেন। আগের জনকেও এটা জিজ্ঞাসা করেছিলাম। সে বলেছিলো অসমাপ্ত আত্মজীবনী আমার পড়াটাও অসমাপ্ত আছে। বলতে বলতে স্যার হা হা করে হাসছিলেন।

আমি: স্যার আমার বঙ্গবন্ধুর ৩টা বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন এগুলো পড়া হয়েছে।

Ext2: অসমাপ্ত আত্মজীবনী কত সালের কাহিনী নিয়ে লেখা?

আমি: ভুল করে কত সালে লেখা হয়েছে সেটা বলে ফেললাম। স্যাররা কিছু বললেন না।

Ext2: অসমাপ্ত আত্মজীবনী নিয়ে নতুন একটা ছবি বের হয়েছে। নামটা জানো?

আমি: না স্যার। 🙃

Ext2: "Hasina , a daughters tale" ছবিটা দেখেছো?

আমি: না স্যার। দেখবো দেখবো করেও দেখা হয়নি। আমার বন্ধু বান্ধব অনেকে দেখেছে কিন্তু আমার দেখা বাকি আছে এখনও।‌ আসলে অফিস করে সময় পাই না স্যার।

Chairman: Do you know Major General Siddiqur?

আমি: Yes Sir. He was our Commandant. I was a student during his tenure.

Chairman: I was the counsel member of MIST during his time. তুমি তাহলে এমআইএসটি পড়াশোনা শেষ করে ব্যাংকে আছো পাবনায়? 


আমি: জি স্যার। মাঝখানে দেড় বছর বুয়েটে মাস্টার্স পড়েছি কিন্তু শেষ করতে পারিনি। চাকরিতে জয়েন করেছি ও করোনা এসে পড়লো তাই।

Chairman: Do you have any social engagements? 

আমি: তেমন নেই বর্তমানে। 


Chairman: গ্ৰামের বাড়িতে যাও না?

আমি: আগে তেমন যাওয়া হতো না। এখন চাকরির সুবাদে ছুটির দিনে মাঝে মাঝে যাই। যোগাযোগের কারণে এখন অবশ্য অনেকে চিনছে।

BCS written exam preparation guidelines-English

Take your certificates from 2nd external.


সার্টিফিকেট নিয়ে সালাম দিয়ে বের হয়ে পড়লাম।


(মন্তব্য: ভাইভা আসলে ভাগ্যের ব্যাপার। তবে কিছু কমন প্রশ্ন সবাইকেই করে, সেগুলো পারা উচিত। কাকে কোত্থেকে গ্যাজাবে কেউ জানে না। )

বিসিএস সর্ম্পকে  যানতে  BCS SPECIAL

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  JOB NOTICE

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  VIVA EXPERIENCE

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url