Easy English word learning rules!

 সহজে ইংরেজি শব্দ শেখার নিয়ম! 


Easy English word learning rules!



ইংরেজি শেখার অন্যতম একটি ধাপ হচ্ছে ইংরেজি শব্দ বা ভোকাবুলারি শেখা। এটা কেন এতো গুরুত্বপূর্ণ জানেন? বেশি করে ইংরেজি শব্দের ব্যবহার জানা থাকলে আপনি ইংরেজিতে লিখার সময় সঠিক শব্দের ব্যবহার করাটা জানবেন এবং কোন ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করা যাবে না, বা করলেও আপনি যা বুঝাতে চাচ্ছেন সেটা অস্পষ্ট থাকবে কি না, 

সেটা বুঝতে পারবেন। না ভেবেই যদি কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হবে সেটা বের করতে পারেন, তাহলে আপনি ইংরেজি শব্দে অনেক ভালো ধরা যায়। অনেক ক্ষেত্রেই আমরা uncommon বা complex শব্দ ব্যবহার করতে গিয়ে ভুল করে বসি। এসব ক্ষেত্রে সঠিক ভাবে সহজ শব্দ ব্যবহার করাই শ্রেয়।

আজকে কথা বলব কী কী টিপস ফলো করলে আপনি efficient ভাবে ইংরেজি শব্দ শিখতে ও মনে রাখতে পারবেন!

১. বেশি করে পড়ার অভ্যাস গড়ে তুলুন:


আমাকে বলুন তো, একটা লিস্ট ধরে কিছু শব্দ এবং সেগুলোর অর্থ শেখাটা মজার নাকি কোনো একটা টপিক নিয়ে পড়তে পড়তে সেই টপিকটা এবং তার সাথে সাথে নতুন শব্দ (এবং সেগুলোর অর্থ!) শেখাটা বেশি মজার?

অবশ্যই দ্বিতীয়টা। কারণ, আমরা গল্প ভালবাসি। context ছাড়া কোনো কাজ করতে ভালো লাগে না। শুধু মজা না, এভাবে রেগুলারভাবে পড়লে মজার সাথে সাথে শব্দ এবং সেগুলোর অর্থ মনে থাকবে দীর্ঘক্ষণ।

২. সুন্দর করে সাজানো হতে তৈরি একটা শব্দ ভাণ্ডার তৈরি করে ফেলুন:


পড়ার সময়, বা মুভি দেখার সময় অনেক অজানা শব্দ চোখের সামনে এসে পড়ে না? এই শব্দগুলো এক সাথে করে সুন্দর করে সাজিয়ে একটা নোটপ্যাড বানিয়ে ফেলুন। এই জিনিসগুলো সেখানে অবশ্যই থাকতে হবে:

১. শব্দ
২. অর্থ
৩. বাক্যসহ উদাহরণ
৪. সিনোনিম

এভাবে যখনই কোনো শব্দ যার অর্থ বা ব্যবহার আপনার জানা নেই, চোখের সামনে আসবে সেগুলো উপরের এই structure ফলো করে লিখে ফেলুন, খুবই কাজে আসবে।

আর হ্যাঁ, শুধু লিখে রাখলেই হবে না, এগুলো নিয়মিত প্র্যাক্টিস করতে হবে। প্রথম প্র্যাক্টিস করার ২৪ ঘন্টা, এক সপ্তাহ এবং এক মাস পরে একই শব্দগুলো আবারও প্র্যাক্টিস করতে হবে।

৩. ওয়ার্ড গেম / ক্রস ওয়ার্ড খেলুন:


স্ক্র্যাবল এবং বোগলের মতো ক্লাসিক গেমগুলো আপনার ইংরেজি শব্দভান্ডার প্রসারিত করার একটি মজাদার উপায় হিসাবে কাজ করতে পারে। ক্রসওয়ার্ড ধাঁধাও খেলে দেখতে পারেন। আপনি যদি সত্যিই ইংরেজি শব্দ ব্যবহারে দক্ষ হতে চান, তবে সামান্য নোট-গ্রহণের সাথে এই গেমগুলো অনুসরণ করতে পারেন। গেমগুলো খেলার সময় আপনি যে বিভিন্ন শব্দ শিখেছেন তার একটি তালিকা রাখুন এবং তারপরে সময়ে সময়ে সেই তালিকাটি অধ্যয়ন করুন।

৪. ফ্ল্যাশকার্ডের মাধ্যমে ইংরেজি শব্দ শিখুন মজায় মজায়:


সমৃদ্ধ শব্দভান্ডার তৈরি করার একটি দ্রুত উপায় হলো ফ্ল্যাশকার্ডের মাধ্যমে শব্দ শেখা। আজকের ডিজিটাল যুগে, স্মার্টফোন অ্যাপে ফ্ল্যাশকার্ডে শেখায় এমন অ্যাপ খুঁজে বের করা খুবই সহজ।

৫. নতুন শেখা শব্দগুলো বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন:


শব্দ কীভাবে ব্যবহার করতে হয় তা না জেনেই বিশাল শব্দভাণ্ডার সংগ্রহ করা সম্ভব। কিন্তু সেটা কি পরবর্তীতে সত্যি কাজে আসবে? আপনার অভিধান ব্যবহার করার জন্য আপনাকে এটার ব্যবহার জানতে হবে। নতুন শেখা কোনো শব্দ কথোপকথনে ব্যবহার করার অভ্যাস তৈরি করুন। এই ধরনের কথোপকথন যেখানে ভুল করলেও আপনার কোনো ক্ষতি হবে না, এমন পরিস্থিতিতে পরীক্ষা করার মাধ্যমে, আপনি শব্দ-শিল্প অনুশীলন করতে পারেন এবং একটু  অভ্যাসের মাধ্যমেই খুব সহজেই শব্দগুলো মনে রাখতে পারবেন!

সহজেই Spoken English শিখতে ঘুরে আসতে পারেন 'ঘরে বসে Spoken English' কোর্স থেকে। কোর্স লিংক https://10ms.io/tww8cA

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে

আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url